ধলাই ডেস্ক: লালমনিরহাটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শারমিন বেগম নামে এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুই ছেলে এবং এক মেয়ে হয়েছে।
শনিবার রাতে লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে দুই ভাইয়ের নাম রাখা হয়েছে আলিফ ও লাম এবং মেয়ের নাম মীম।
শারমিন বেগম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের জাকলাটারি গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী। রাশিদুল (২৮) পেশায় একজন রাজমিস্ত্রি।
জানা যায়, গৃহবধূ শারমিন বেগম কয়েকদিন আগে অসুস্থ হলে কুড়িগ্রামের এক চিকিৎসককে দেখান স্বামী রশিদুল ইসলাম। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুইটি যমজ সন্তানের কথা বলেন। পরে শারমিন বেগমকে লালমনিরহাটের মনোয়ারা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শনিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মেয়ে এবং এক ছেলের জন্ম হয়। পরিবারের সদস্যরা তাদের নাম রাখেন- আলিফ, লাম এবং মীম।
তাদের মধ্যে লাম অসুস্থ হওয়ায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুই সন্তান ও মা সুস্থ আছেন।
মনোয়ারা ক্লিনিকে চিকিৎসক রেজিয়া আক্তার জানান, একসঙ্গে তিন সন্তান সিজারের অভিজ্ঞতা এটি তাদের প্রথম। তবে সফল অস্ত্রোপচার হয়েছে। নবজাতকদের ওজন একটু কম। তাই এক শিশুকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঐ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুম আলম জানান, হাসপাতালের পক্ষ থেকে তাদের সর্বাধিক সহযোগিতা করা হচ্ছে। একটি শিশুর আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। সেই চিকিৎসার টাকা দিনমজুর বাবার নেই। এজন্য সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটিকে চিকিৎসা করা যাবে বলেও জানান তিনি।