খেলা ডেস্ক: করোনাভাইরাস থেকে বাঁচতে ভারতের বদলে আরব আমিরাতে আয়োজিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। নানা বাধা-বিপত্তি পেরিয়ে আগামী মাসে মেগা এই ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগেই এল বড় দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ১০ জন। এর ভেতর আছেন একজন ভারতীয় ক্রিকেটারও।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, চেন্নাই সুপার কিংস দলের খেলোয়াড়-কর্মকর্তা মিলিয়ে ১০জনের কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ এসেছে। এদের মাঝে ভারতীয় একজন ক্রিকেটারও রয়েছে। তবে কারো নাম প্রকাশ করা হয়নি।