এক মাসে মিয়ানমারের কারিনে ৩৬৯ জান্তা নিহত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কারিন রাজ্যে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় গত অক্টোবর মাসে ৩৬৯ জান্তা সেনা নিহত হয়েছেন। এ নিয়ে এক বছরে জান্তা সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ছয় হাজার জনে। মিয়ানমারের সবচেয়ে পুরোনো বিদ্রোহী গ্রুপ হচ্ছে দ্য কারিন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। তাদের সশস্ত্র শাখা দ্য কারিন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ও কারিন ন্যাশনাল ডিফেন্স ওরগানাইজেশন গত বছরের মার্চ থেকে জান্তা সরকারে বিরুদ্ধে যুদ্ধ করছে। কেএনইউ মিয়ানামারের কারিন ও মন রাজ্যে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে আসছে। সোমবার বিদ্রোহী গোষ্ঠীটি জানায়, অক্টোবরে মিয়ানমারের জান্তা সেনা ও সীমান্তরক্ষীদের সঙ্গে ২৮৬টি সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে ৩৬৯ জান্তা সেনা নিহত এবং ৩০২ জন আহত হয়েছে। তবে ৬ জন প্রতিরোধ যোদ্ধা নিহত এবং ৪৬ আহত হয়েছেন। তবে কেএনইউ-এর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য ইরাবতি।

কেএনইউ জানায়, গত মাসে চারজন জান্তা সেনা আত্মসমর্পণ করেছেন। ৩৩ জন জান্তা সেনাকে গ্রেফতার করা হয়েছে। ধ্বংস করা হয়েছে জান্তার ১৮টি যানবাহন। এছাড়া গত মাসে জান্তা সেনারা ছয়টি বিমান হামলা চালিয়েছে।