এডিনবার্গে খোলা মাঠে উৎসবমূখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩

তুহিন মাহামুদ, ইউরোপ থেকে: শুক্রবার ২১ এপ্রিল ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে উদযাপিত হলো মুসলিম উম্মাহ’র অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর।

আল হুদা ট্রাষ্টের সার্বিক তত্ত্বাবধানে ইনভেলিথ পার্কের খোলা মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

এছাড়া সিটি সেন্টার ,লেইথ ব্লাক হল সহ এডিনবার্গ শহরের বিভিন্ন মসজিদে একাধিক জামাতে সমবেত হয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এতে যোগ দেন নারী-পুরুষ, শিশু-কিশোর সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাঙালিরাও। এ সময় তারা দেশে থাকা স্বজনদের স্মরণ করেন।বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত।

বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে একে ওপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সকলে।দেশে রেখে আসা স্বজনদের স্মরণে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।