বুধবার রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি। নুসরাত জাহান হত্যার বিচার চাইছে দেশের মানুষ। তার হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে আগামী শনিবার বেলা ১১টায় নুসরাত হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বিএফডিসি গেটে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব অপূর্ব রানা।
অপূর্ব রানা বলেন, ‘নুসরাতের হত্যার বিচারের দাবিতে চলচ্চিত্র পরিচালক সমিতি মানববন্ধনের আয়োজন করেছে। আগামী শনিবার বেলা ১১টায় বিএফডিসি গেটে এ মানববন্ধন করব আমরা। এতে চলচ্চিত্রের কলাকুশলীরাও অংশ নেবেন।’
৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান নুসরাত জাহান রাফি। ওই সময় তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে এক ছাত্রীর এমন সংবাদে ভবনের চারতলায় যান তিনি। সেখানে মুখোশ পরা চার-পাঁচ ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।
এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
এরই মধ্যে বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফি মারা যান।