ধলাই ডেস্ক: এসএ পরিবহনের কাকরাইলের শাখা থেকে দুইটি লাগেজ থেকে প্রায় ৪৬ লাখ টাকার ভারতীয় রুপি আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে এগুলো আটক করা হয়। এসময় লাগেজের ২ প্রাপক/গ্রহীতাকেও গ্রেফতার করেছে মতিঝিল পুলিশ।
পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে বাংলাদেশে আসা রুপিসহ দুজনকে আটক করা হয়েছে। দুপুরে কাকরাইল এসএ পরিবহন থেকে জব্দ করা হয় রুপিগুলো।
এক বার্তায় ডিএমপি জানায়, এই দুইটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে লাগেজ দুইটি এসএ পরিবহণে করে ঢাকায় পাঠানো হয়। পরে ২ জন লাগেজটি তুলতে আসলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন হাসান ও ইয়াকুব। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, সিলেট থেকে আহাদ নামে একজন ব্যক্তি টাকার লাগেজগুলো ঢাকায় পাঠায়। তার বিস্তারিত পরিচয় ও টাকা পাঠানোর উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।