
ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর কারণে শূন্য হয়েছে রংপুর-৩ আসন। এ আসনের উপনির্বাচনে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে মনোয়নপত্র সংগ্রহ করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
এ ঘটনায় এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) এরিক এরশাদকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এ নিয়ে ফেসবুক পেজে ওই দিনই দুটি পোস্ট দেন বিদিশা।