ধলাই ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে দেশে টিকার বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।
রোববার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ভ্যাকসিন কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, আগের মতো নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। ৪ কোটি ৬৩ লাখ ভ্যাকসিন মজুদ আছে। ৩১ মার্চ নাগাদ ১৬ কোটি ৮৫ লাখ ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাও আছে।
তিনি আরো বলেন, জানুয়ারিতে ৪৩ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন লাগবে। আর জুন পর্যন্ত লাগবে ৩ কোটি ৫৯ লাখ বুস্টার ডোজের ভ্যাকসিন।
প্রথমদিনে করোনা টিকার বুস্টার ডোজ নেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার খুরশীদ প্রমুখ।