![ওয়ানডেতে বিশ্ব রেকর্ড নেপালি ব্যাটসম্যানের](https://dhalairdak24.com/wp-content/uploads/2020/02/1eff041b867178d9d9b68e04330f0fd9-5e3eeb93c0f29.jpg)
খেলা ডেস্ক: আইসিসি বিশ্বকাপ লিগের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন নেপালের ১৫ বছর বয়সী ব্যাটসম্যান কুশল মাল্লা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাত্র ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছেন মাল্লা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে কম বয়সে আর কোনো ক্রিকেটার হাফসেঞ্চুরি করতে পারেননি।
শনিবার বিশ্ব রেকর্ড গড়ার পথে মাল্লা ভেঙেছেন তারই স্বদেশি রোহিত পাউডেলের রেকর্ড। ২০১৯ সালে আরব আমিরাতের বিপক্ষে ১৬ বছর ১৪৬ দিন বয়সে ফিফটি করেছিলেন রোহিত। তার রেকর্ড ভেঙে দিয়ে ১৬ বছরের আগেই ফিফটি করে ফেললেন মাল্লা।
তার রেকর্ড গড়ার দিনে যুক্তরাষ্ট্রকে ৩৫ রানে হারিয়েছে নেপাল। মাল্লার ৫০ ও বিনোদ ভান্ডারির ৫৯ রানের ইনিংসে ভর করে আগে ব্যাট করে ১৯০ রান করে স্বাগতিকরা। জবাবে যুক্তরাষ্ট্র অলআউট হন ১৫৫ রানে। বল হাতে নেপালের পক্ষে ৪ উইকেট নেন কারান কেসি।
ওয়ানডে ক্রিকেটে সর্বকণিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান
১. কুশল মাল্লা (নেপাল) – ১৫ বছর ৩৪০ দিন বয়সে (২০২০)
২. রোহিত পাউডেল (নেপাল) – ১৬ বছর ১৪৬ দিন বয়সে (২০১৯)
৩. শহিদ আফ্রিদি (পাকিস্তান) – ১৬ বছর ২১৭ দিন বয়সে (১৯৯৬)
৪. আনশুমান রাঠ (হংকং) – ১৭ বছর ৪ দিন বয়সে (২০১৪)
৫. উসমান ঘানি (আফগানিস্তান) – ১৭ বছর ১৬২ দিন বয়সে (২০১৪)