কক্সবাজারে ৬ নম্বর সংকেত, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২
ফাইল ছবি

ধলাই ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ফিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৪ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৬ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় বর্তমানে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

সোমবার সকাল সোয়া ১০টায় বিষয়টি জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া।

এদিকে বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের ফলে পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে নিরুৎসাহিত করছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা। ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল উদ্দিন। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাউকেই সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। তারপরও নিষেধাজ্ঞা না নেমে যারা সমুদ্র সৈকতে নামছেন তাদের আমরা উঠিয়ে দিচ্ছি। অলরেডি ৬ নম্বর সংকেত শুরু হয়ে গেছে। পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।