আন্তর্জাতিক ডেস্ক: ডি আর কঙ্গোতে জাতিসংঘ ও কঙ্গো বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে।
সোমবার এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে তিনজন বিক্ষোভকারী ও একজন পুলিশ সদস্য ছিল বলে জানিয়েছেন দেশটির পুলিশ। খবর – আনাদলু এজেন্সি
উত্তর কিভু প্রদেশের বেনি শহরে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটির দিকে মিছিল করছিল বিক্ষোভকারীরা। তখন তাদের ছত্রভঙ্গ করতে সতর্ক গুলি ছোড়ে পুলিশ।
বিক্ষোভকারীরা কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মিশন ‘মনুস্কো’ ও সরকারী বাহিনীর বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণদের বিদ্রোহী হামলা থেকে রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে। এ কারণে তারা সেখান থেকে মনুস্কোর চলে যাওয়ার দাবিও জানিয়েছে।
গত নভেম্বরে বেনি অঞ্চলে হামলায় প্রায় শতাধিক লোক নিহত হয়েছে। এ হামলায় উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)’কে অভিযুক্ত করা হয়েছে।