স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানের ৩ নম্বর দফার ২শ নারী চা শ্রমিকের মধ্যে বৃহস্পতিবার বিকালে মাস্ক বিতরণ করেছে চা ছাত্র যুব পরিষদ।
চা ছাত্র যুব পরিষদের সভাপতি সজল কৈরী জানান, চা ছাত্র যুব পরিষদের সদস্যরা নিজেরা চাঁদা তুলে ২শ মাস্ক কিনে বৃহস্পতিবার বিকালে আলীনগর চা বাগানের ৩ নম্বর দফার ২শ নারীর শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করেছে।
এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন আলীনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার (ব্যবস্থাপক) এ জে এম রফিউর আলম। উপস্থিত ছিলেন, নিয়ামুল হক, সজল কৈরী, রাহেল আহমেদ, মোহন বাগতি, রাজু গোস্বামী, ইকবার আহমেদ, অনিক আশিষ প্রমুখ।
এসময় উপস্থিত নারী চা শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিকভাবে কি কি করনীয় সে সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার এ জে এম রফিউল আলম ও চা ছাত্র যুব পরিষদের সদস্যরা।