নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে কম্পিউটার শিল্পী গোষ্টি কর্তৃক আয়োজিত তৃণমূল পর্যায় থেকে গুণী শিল্পীদের নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘গানে খোজে নিবো সোরা কণ্ঠ তোমার’ নামক রিয়েলিটি ‘শো’র পথ চলা শুরু হচ্ছে ১লা মার্চ ২০২০ইং থেকে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ মিলনায়তনে।
আজ ১৩ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার সম্মানীত উপজেলা চেয়ারম্যান, ‘গানে খোজে নেবো সেরা কণ্ঠ তোমার’ রিয়েলিটি শো’র প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক রফিকুর রহমান সাহেব এর অফিস কক্ষে সর্বস্তরের জনসাধারণের স্বস্ফুর্ত উপস্থিথিতে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
‘গানে খোজে নেবো সেরা কণ্ঠ তোমার’ অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যাংকার জনাব সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কম্পিউটার শিল্পি গোষ্ঠীর সভাপতি জনাব আনহার আলী, অধ্যক্ষ নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সুরঞ্জিত পাল, বাবু তপন দেব, বাবু গৌরহরি চ্যাটার্জী, মো: আব্দুল হান্নান, চেয়ারম্যান, ৫নং সদর ইউ,পি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কমলগঞ্জ সহ প্রমুখ।
উক্ত সভায় আরও উপস্থিতি ছিলেন- জনাব হাছিন আফরোজ চৌধুরী, রাসেল হাসান বখ্ত, বুলবুল সিন্হা, জনাব আলী, আব্দুল খালিক, মন্টু, খলিলুর রহমান, আব্দুস শহীদ প্রমুখ।