কমলগঞ্জে অবসরপ্রাপ্ত ২৯ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত ২৯ জন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভ্যাচুয়ালে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ ভূঞার সভাপতিত্বে ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মো. মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা ইউ আর সি ইন্সট্রাকটর মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সদস্য অরুন কুমার দাস, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষ গাজী সালাউদ্দিন, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক নূর উদ্দিন আহমদ, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমদ, (খালেদ), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব নারায়ন পাল, প্রধান শিক্ষক ইসমত আরা, প্রধান শিক্ষক শান্ত সিংহ, সহকারি শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানে ২৯ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ফুল, উত্তরীয় ও মানপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠান অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা এরকম আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাইলফলক।