কমলগঞ্জ প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি কমলগঞ্জ উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে অগ্নিকান্ডের সময় প্রাথমিক করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা মহড়া করে।
পরে উপজেলা হল রুমে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তকবির হোসেন, ফ্যায়ারম্যান মো.আতাউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ।