স্টাফ রিপোর্টার: “আমরা দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সোমবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যপক মো. রফিকুর রহমান। উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মোস্তাফিজুর রহমান প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।