কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

আশরাফ সিদ্দিকী পারভেজ: “শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় স্কুল মিলনায়তনে অধ্যক্ষ মমতা রানী সিনহার সভাপতিত্বে ও উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক, লেখক-গবেষক আহমদ সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন আম্বিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম.এ.ওয়াহিদ রুলু, সমাজ সেবক ও পৌর বিএনপির আহব্বায়ক ইকবাল পারবেজ চৌধুরী শাহীন, উপজেলা স্কাউট কমিশনার মোশাহিদ আলী, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল ও শিক্ষক আবুল কাসেম প্রমুখ।