কমলগঞ্জে আলোকিত আদমপুর ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে আলোকিত আদমপুর নামে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আদমপুর এম এ ওহাব উচ্চবিদ্যালয় মাঠে নঈনারপার খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।

আলোকিত আদমপুরের সভাপতি সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সহ-সভাপতি সাদেক হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের উপদেষ্ঠা মোজাহিদুর ইসলাম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সমিজ মিয়া, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাদারণ সম্পাদক আব্দুস সালাম ও আদমপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক মঈনুল ইসলাম। ৪ দলের অংশগ্রহনে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কমলগঞ্জ পৌরসভা ট্রাইবেকারে ৪-২ গোলে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।