ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি উদ্বোধন করা হলো। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার এর অর্থায়নে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ২টায় উপস্বাস্থ্য কেন্্েরদর মাঠে কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পার্থ সারথি দত্ত, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী মনিরুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল, সাবেক সভাপতি ম্সোাদ্দেক আহমদ, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ প্রমুখ।