কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওয়ারেন্টভুক্ত পলাতক এক ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা রাত ৭টায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ডাকাত সদস্য শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের মৃত আসলু মিয়ার ছেলে ইয়াকুব বিময়া (৪০)।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে শমশেরনগর চা বাগানের খ্রিস্টান আটক ডাকাত সদস্যদের মিশন এলকার এক বাড়িতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছিল। সে মামলায় ধৃত ডাকাত সদস্যদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে ডাকাত ইয়াকুবের নাম আসে। ঘটনার পর থেকে ইয়াকুব পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুলাউড়া থানার জ্ঞাতসারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজীর হোসেনের নেতৃত্বে একটি দল শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে পলাতক ডাকাত ইয়াকুবকে গ্রেফতার করে।
উপ-পরিদর্শক আনজীর হোসেন এ প্রতিনিধিকে বলেন, ডাকাতির পর প্রথমাবস্থায় যে সকল ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল সে সকল ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধীতে ঘটনার সময় ইয়াকুব মিয়ার সংশ্লিষ্টতার কথা জানায়। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে শরীফপুরের আমতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।