কমলগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা সম্মুখে গিয়ে শেষ হয়। র‌্যালিতে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।