কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম সভাপতি ছাত্রনেতা সুলতান আহমদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু।

কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কেন্দ্রীয় তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ জলিল, শাবিপ্রবি তালামীযের সভাপতি মনজুরুল করিম মহসিন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, হৃদয় ইসলাম, মৌলভীবাজার জেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, উপজেলা আনজুমানে আল ইসলাহ্র সভাপতি কাজী আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ এম.এ ওহাব, উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসি/দাখিল ও এইচএসসি/আলিম উত্তীর্ণ প্রায় তিনশত কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌর আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।