কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামে।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের মনিন্ড শব্দকরের স্ত্রী পাবর্তী শব্দকর (৩৫) ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। এব্যাপারে কমলগঞ্জ থানার একটি অপমুত্যু দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।