কমলগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপির আয়োজনে ৮০০ জন দরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকায় গুড নেইবারস বাংলাদেশ এর কার্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
সিডিপি ব্যবস্থাপক লিংকন রায়ের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সিডিপির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক লোটাস পুলক সরকার, পলাশ রনি মন্ডল, ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, শিক্ষক ভুবন মোহন সিংহ, শিক্ষক যতীন্দ্র কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে ৮০০ জনকে জনপ্রতি ৬ কেজি চাল, ২ কেজি চিনি ও ১ পকেট মশার কয়েল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন একেবাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, গুড নেইবারস বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ।