ধলাইর ডাক ডেস্ক নিউজ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাধীন ভানুগাছ কুমড়াকাপন ভায়া
চৈতন্যগঞ্জ সড়কের উন্নয়ন মূলক পাকা করণের কাজের জন্য ব্যবহৃত বিটমিন এর
১৮টি ড্রাম গত রাতে চোরদল চুরি করে নিয়ে যায়।
বুধবার সকালে পাকা করণ কাজে আসা ঠিকাদারের লোকজন কাজের সাইডে এসে
মালামাল না পেয়ে, ঠিকাদার কুলাউড়া পৌর মেয়র শফিউল আলম ইনুছকে ঘটনাটি
জানালে। তিনি কুমড়াকাপন ভায়া চৈতন্যগঞ্জ সড়কে এসে বিটমিন ভর্তি ড্রাম
না পেয়ে কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ কে বিষয়টি অবহিত করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, সোর্স এর মাধ্যমে খবর পেয়ে, এ দিন বিকাল সাড়ে ৫
টায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ তার অফিস স্টাফদের নিয়ে
পৌরসভাধীন বড়গাছ এলাকার জৈনক এক ঠিকাদারের বাড়ীর উঠান থেকে বিটমিন
ভর্তি ১৮ টি ড্রাম উদ্ধার করেন। এ সময় তাকে বিটমিন গুলো কোথা হতে
পেয়েছেন এমন প্রশের জবাবে জৈনক ঠিকাদার বলেন গত মঙ্গলবার দিবাগত রাতে
ড্রাইভার স্বপন ও কুমড়াকাপন এলাকার দু”তিন জন লোক তাদের ঠিকাদারের সাইডের
কাজ শেষ হয়ে যাওয়ায় বিটমিন বিক্রির করতে বলেছেন, সে জন্য বিটমিন গুলো
রেখেছি।
কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ জানান, সোর্স এর মাধ্যমে খবর পেয়ে
বিকাল সাড়ে ৫ টার বিটমিন ভর্তি ১৮ টি উদ্ধার করে পৌরসভায় নেয়া হয়েছে,
তবে তিনি ঠিকাদারের নাম প্রকাশ করেননি।