কমলগঞ্জে ট্রলি চাপায় মাটি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
প্রতিকী ছবি

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রলি থেকে পড়ে ট্রলির চাপায় এক মাটি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পাওয়ার টিলারের মাটিবাহী ট্রলি থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে কালু মিয়া (৪২) নামে এক মাটি শ্রমিক গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত মাটি শ্রমিককে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুঠোফোনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল এ্যাসিসটেন্স আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।