স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরে উপজেলার মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরছড়া খাঁসিয়া পুঞ্জির গেটম্যান দুলাল ভূঁইয়া জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাগুরছড়া পুঞ্জি অতিক্রম করছিল। এ সময় এক ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ঘটনাটি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হবে।