কমলগঞ্জ সংবাদদাতা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসন দেশের বিভিন্ন জেলার মত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা লকডাউন করেছে। এতে করে খেটে খাওয়া বিভিন্ন শ্রেনীপেশার মানুষ কর্মহীন হয়ে বাড়িতে অবস্হান করছেন । উপার্জনহীন হয়ে পড়া এসকল মানুষের অভাব এখন নিত্যদিনের সঙ্গী দাড়িয়েছে । তাই মানুষের এই দুর্দিনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র উদ্যোগে উপজেলার ১ টি পৌরসভাসহ ৯টি ইউনিয়নে বিতরণ করা হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ।
সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে মাধবপুর ইউনিয়নের অর্ধ শতাধিক কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবার সহ পৌরসভা ও ইউনিয়নগুলোর সগস্রাধিক পরিরারের মাঝে বিতরণ করা হয় এসব খাদ্যসামগ্রী। কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে’র সভাপতি প্রভাষক শেখ এম শামীম শাহেদ জানান করোনা ভাইরাসের ফলে আমরা প্রবাসে বসবাসরত বাংলাদেশীরা এখন বাসায় বন্দী, আমরা একে অন্যের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নিজ এলাকার দু:খ- দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানালে সংগঠনের সম্পৃক্তরা অার্তমানবতার কথা চিন্তা করে সহযোগীতায় এগিয়ে আসে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১/২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন ও ১/২ লিটার সয়াবিন তৈল। তাদের এই মহৎ উদ্যোগকে মাধবপুরবাসী সাদুবাদ জানিয়েছেন।