কমলগঞ্জ প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন, পূজা উদযাপন পরিষদের নেতা মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাশ, মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিন্হা, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাবেক সভাপতি সুব্রত দ্রোয় সঞ্জয়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সম্পাদক অর্জুন শর্মা নিধু, ইউপি সদস্য রনজিত সিন্হা প্রমুখ।
সভায় কমলগঞ্জ উপজেলায় এবার ১৪২টি সার্বজনীন পূজাম-পে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।