কমলগঞ্জে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্পইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) আশরাফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ।

সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতি ১ লক্ষ নারীদের মধ্যে ১১ জন নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। প্রতিবছর ৪৯৭১ জন মৃত্যু বরণ করে থাকেন। আগামী ২৪ অক্টোবর থেকে কমলগঞ্জ উপজেলায় জরায়ুমুখ ক্যান্সার বিরোধী টিকাদান কার্যক্রম শুরু হবে। চলবে ১৮ দিন ব্যাপি। ১ম ১০ দিনে ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ১১ হাজার ৪৮৮ জন কিশোরীকে টিকা প্রদান করা হবে। পরের ৮দিনে অস্থায়ী কেন্দ্রে স্কুল বহির্ভূত ৪৬৭ জন কিশোরীসহ সর্বমোট ১১ হাজার ৯৫৫ জনকে টিকার আওতায় আনা হবে।

অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা কার্যক্রম শুরু হবে বলে জানা যায়।