কমলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটির পরিচিতি ও আলোচনা সভা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলাস্থ অস্থায়ী কার্যালয়ে ন্যাশনাল প্রেস সোসাইটি কমলগঞ্জ শাখার সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার ন্যাশনাল প্রেস সোসাইটি মৌলভীবাজার জেলার সিনিয়র সহ সভাপতি মো. বদরুল ইসলাম, সম্পাদক বাবু বিধু ভূষন বৈষ্ণব ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মো. শাহিন আহমদ। বক্তব্য রাখেন মাওলানা জোবায়ের আহমেদ ও বাবুল টংলা প্রমূখ।
ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কমলগঞ্জ উপজেলা শাখায় ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।