কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে নারীর মৃত্যু

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে লিপি বেগম (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় মৌলভীবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়। লিপি বেগম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের টমটম চালক নাসির মিয়ার স্ত্রী।

আলীনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুকুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার সঠিক কারণ জানা গেলেও পারিবারীক কলহের কারণে মৃত্যু হয়েছে বলে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আরো জানান মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে যোগীবিল গ্রামের বাড়িতে আনা হয়েছে।