কমলগঞ্জে পুকুরে পড়ে প্রাণ গেল এক শিশুর

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ছাতকছড়া গ্রামে বাড়ির পুকুরের পানিতে পড়ে প্রাণ হারালো মাইসা আক্তার নামের (১৯ মাস) বয়সের এক কন্যা শিশু ।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে সে মারা যায়। পরে পরিবারের লোকজন মাইসাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মাইসা ছাতকছড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল কবির সত্যতা নিশ্চিত করেন।