কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে দেওড়াছড়া চা বাগান থেকে ১০ লিটার চোলাই মদ সহ সম্ভু মুড়া(৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আটক সম্ভু মুড়া দেওড়াছড়া চা বাগানের মগড়া মুড়ার ছেলে। অপরদিকে, একই রাতে চুরির মালসহ ৩ চোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন বাঘমারা গ্রামের মৃত উস্তার আলীর ছেলে খসরু মিয়া(২৫), রহমান মিয়ার ছেলে খলিল মিয়া (৩২), ফরিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮)।
তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।