ধলাই ডেস্ক: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কমলগঞ্জে যুবদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর)সন্ধায় ভানুগাছ বাজারের গ্রামের বাড়ী হোটেলে এ মতবিনিময় অনুষ্টিত হয়।মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি, জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, আহমেদুজ্জামান আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সৈয়দ জামাল হোসেন, শেখ মোঃনোমান, তাজ এ তাজু, গোলাম রব্বী, মোঃ আব্দুল আহাদ, কয়েছ আহমেদ, সৈয়দ তারেক আলী, মোঃ ইয়াওর আহমেদ, সিপার আহমদ প্রমুখ।
বক্তারা মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় শতাধীক নেতা কর্মী উপস্থিত ছিলেন।