কমলগঞ্জে প্রাথমিকের দপ্তরী কাম প্রহরীর সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি- সুমন, সাধারণ সম্পাদক- সুমন উজ্জল
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরীর কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
২০ জানুয়ারী ২০২০ইং সোমবার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমলগঞ্জ উপজেলার দপ্তরী কাম প্রহরী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরী কাম প্রহরী কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমার মিজান ও সদস্য সিপু মিয়া।
সম্মেলন সভাপতিত্ব করেন করিম মিয়া, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্মেলন বিনা প্রতিধন্দিতায় নির্বাচিত হন আনিসুর রহমান সুমন, রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুমন উজ্জল, কেসুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পূর্ণঙ্গ কমিটি কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে।