কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হিসাবে খাতা বিরতণ করা হয়।

ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও শিক্ষক নূরুল মোক্তাকীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য আশিক মিয়া, সাজিদ আলী, আব্দুল খালিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট এর সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সমাজকর্মী রুহিন চৌধুরী, ফটিকুল ইসলাম রাজু। মা সমাবেশে কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে গড়ে তুলে নানা বিষয়ে বক্তব্য তোলে ধরেন প্রধান অতিথি। প্রত্যন্ত এলাকায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ খাতা বিতরণ করার জন্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান নূরজাহান রহমান শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর মৌলভীবাজার শাখার পক্ষ থেকে ৬৫ জন গরিব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হিসাবো খাতা বিতরণ করা হয়।