কমলগঞ্জ প্রতিনিধি: শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানে প্রকাশিত সাহিত্য সংকলণ “প্রেরণা”-ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত শনিবার (৫ অক্টোবর) রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেরণা-ও মোড়ক উন্মোচণ করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
সৌরভ বীনের সম্পাদনায় প্রেরণা সকল লেখা ছিল চা শ্রমিক সন্তানদের। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম ও মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ইউপি সদস্য সীতারাম বীন।