কমলগঞ্জে বাইসাইকেল পেলো দেড়’শত শিক্ষার্থী

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সহযোগীতায় ও ভারত সরকারের অথার্য়নে সিলেট বিভাগের ৫টি উপজেলার হতদরিদ্র নৃজনগোষ্টির ১৫০জন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার শ্রী এল কৃষ্ণ মূর্তির উপস্থিতিতে বাইসাইকেল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফহুইপ ও অনুুিমত হিসাব সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে চা শ্রমিক নেতা নারদ পাসীর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার শ্রী এল কৃঞ্চ মূতি, উপজেলা পরিষদ চেযারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা আশেকুল হক, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগরে সভাপতি আসলম ইকবাল ।

স্বাগত বক্তব্য রাখেন বাইসাইকেল বিতরণ কমিটির সদস্য ও ডেইলি ষ্টার সিলেট ব্যুরো মিন্টু দেশওয়ারাই প্রমুখ। অনুষ্টানে কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, শ্রীমঙ্গল, হবিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া পিছিয়েপড়া ১৫০জন নৃগোষ্টি শিক্ষার্থীদের মধ্যে ভারতের অথার্য়নে বাইসাইকেল প্রদান করা হয়। বাইসাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দ প্রকাশ করে।