কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনয়িনের মৃর্তিঙ্গা চা বাগানে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় একজন রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মৃর্তিঙ্গা চা বাগানের ১৫ নম্বর প্লান্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি রহিমপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের নানু মিয়ার ছেলে তুহিন মিয়া (২২)।
রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা ধনা বাউরী জানান, রাজমিস্ত্রী তুহিন মিয়া এ চা বাগানের একটি বাসায় কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। সন্ধ্যা ৬টায় একটি বালু ভর্তি ট্রাক ভৈরববাজার যাবার পথে ১৫ নম্বর প্লান্টেশন এলাকায় রাজমিস্ত্রী তুহিনকে ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।