কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একাদশ শ্রেণির ছাত্রী আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে।
তার নাম লিলি আক্তার বাবা মনির মিয়া। সে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। মুন্সীবাজার ইউনিয়নের রুপষপুর গ্রামে বেলা দেড়টায় এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দুপুরের গোসল সেরে ছাত্রীটি ভেজা কাপড় ে মলে দিতে বাড়ির দোতলায় উঠে। তার অস্বাবধানতা বশত বসত ঘরের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে ভেজা কাপড় লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতরভাবে আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় ছাত্রী লিলি আক্তার মারা যায়।
শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিদ্যালয় থেকে লিলি এবার এসএসসি পাশ করে সুজা মেমোরিয়াল কলেজে ভর্তি হয়েছিল।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোবারক হোসেন সরকার বলেন ঘটনাটি তিনি জানেন না তবে খোঁজ করে দেখছেন বলেও তিনি জানান।