কমলগঞ্জ প্রতিনিধি: জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সমাবেশ, র্যালী, আলোচনা সভা ও হাত ধোয়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠত হয়। পরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ ও ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক”-এই দু’টি প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে রক্ষিত ফিল্টার সমুহে সাবান দিয়ে হাত পরিষ্কার করে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ ইউএনও আশেকুল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনায় অংশ নেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: পনিরুজ্জামান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, গুড নেইবারস বাংলাদেশ ও সুচনা প্রকল্প।