কমলগঞ্জে মাদকসহ দুই যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দেশীয় চোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮ টায় রহিমপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রাম থেকে মদ সহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবের পুজা মন্ডপের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে কমলগঞ্জ থানার এএসআই হামিদ বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ রিয়াজ হাসান (২২) ও ইব্রাহিম আলী (২১) কে গ্রেফতার করে।

রিয়াজ হাসান উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর বৈরাগিরচক গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও ইব্রাহিম আলী একই ইউনিয়নের রসুলপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

কমলগঞ্জ থানার এএসআই হামিদ মাদকসহ দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুজার সময়ে মাদকের বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। পুজার নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালীন সময়ে খবর পেয়ে অভিযান চালিয়ে ৬ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।