কমলগঞ্জ প্রতিনিধি: “নিরাপদ সড়ক সুস্থ্য জীবন নিয়ন্ত্রিত গতিতে চলুক” এই স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে নাগরিক সমাজের পক্ষে “হৃদয়ে কমলগঞ্জ” নামক একটি সামাজিক সংগঠন মানববন্ধন করেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজার চৌমুহনায় এ মানবনবন্ধন ও পথ সভা করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সানোয়ার হোসেন ও সাংবাদিক শাহীন আহমদ।
বক্তারা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো ও অপ্রাপ্ত বয়স্ক কোন চালক যাতে গাড়ি না চালায় সে ব্যাপারে সচেতন করেন। মানববন্ধন ও পথ সভায় নানা পেশার মানুষজন অংশ গ্রহন করেছিলেন।