স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভাধীন কুমড়াকাপন এলাকায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উদয়ন সংঘের আয়োজনে মঙ্গলবার দুপুর ২ টায় কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত সদস্য আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, সহকারী শিক্ষিকা,মেহেরুননেছা বেগম, মৌলভীবাজার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোজাহিদ আলী আজমী, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাওলানা খাইরুল ইসলাম, রামপাশা বালক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা,জাকিয়া বেগম, লংগুরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,আলমগীর হোসেন,কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মনজুর আহমদ আজাদ মান্না,ডায়মন্ড স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক,কয়েছ আহমদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আলোর পথিকের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী ১ম,২য়, ৩য় স্থান সহ মোট ৩০ টি পুরষ্কার বিতরনসহ হল পর্যবেক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।