কমলগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আহত- ৫

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের সংলগ্নে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহন চা বাগান মসজিদ লাইন এলাকার অটো আরোহী ইন্দ্রজিৎ গোয়ালা(৩৪) মিঠুন গোয়ালা (২২), দেওনারায়ণ গোয়ালা (৪৫)। এদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে মোটরসাইকেল আরোহী একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছয়ছিড়ি গ্রামের বাবুরেন সিনহা (৫৫) ও অটো আরোহী রাধেশ্যাম গোয়ালা (৪৫) দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সাজেদুল কবীর বলেন, আহতদের মধ্যে বাবুরেন সিনহা ও রাধেশ্যাম গোয়ালা অবস্থা গুরুতর। তাদের মাথায় ও পায়ে আঘাত লেগেছে ।