স্টাফ রিপোর্টার: মৌলভীবাজাররের কমলগঞ্জ পৌরসভাধীন থানা সংলগ্ন ধলাই নদীর উপর নবনির্মিত সেতুর দক্ষিণ পার্শ্বের মোড়ে অবস্থিত আধপাকাঁ ঘর থাকায় যেকোন সময় গঠতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শুক্রবার বিকালে গিয়ে দেখা যায়, উপজেলার ভানুগাছ বাজারের ১০নং পয়েন্ট থেকে কমলগঞ্জ থানা, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় যাতায়াত সড়কে কমলগঞ্জ পৌরসভার অর্থায়নে ধলাই নদীর উপর নবনির্মিত আরসিসি পিএসসি গার্ডার সেতু নির্মান হলেও এর দক্ষিণ পার্শ্বের ব্যক্তি মালিকানাধিন আধাপাকাঁ একটি ঘর রাস্তা ঠিক মোড়ে অবস্থিত হওয়ায়, মোড় ক্রস করার সময় মোড়ের দুই পার্শ্বের কোন দিক থেকেই অপর পাশ থেকে আসা কোন যানবাহন দেখা যায় না। অপর পাশের যানবাহনগুলো দেখা না যাওয়ার ফলে অনেকসময় উভয়পাশের গাড়িগুলো মুখোমুখি হতে হয়। এর ফলে অনেকসময় ছোটকাটো দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সেতুটি উদ্ধধন না হওয়ায় হালকা যানবাহন চলাচল করায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটে নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার অর্থায়নে ধলাই নদীর উপর পুরাতন সেতু ভেঙ্গে নতুন সেতু নির্মান করায় এ অঞ্চলের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ যেমন উপকৃত হয়েছেন তেমনি শংকায় রয়েছেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ঘরটি যেকোন সময় ডেকে আনতে বড় ধরণের দুর্ঘটনা। সেতুটি উদ্ধধনের আগেই বেপোরয়াভাবে চলছে যানবাহন। ভারি যানবাহনের চলাচল কম থাকলেও উদ্ধধনের পর সেটা বৃদ্ধি পাবে। মোড়ের একপাশে ঘর অপরপাশে ধলাই নদী। ঘরটি নিচু হওয়ার কারণে ঘরের টিন রাস্তার পাশ দিয়ে ছুয়ে গেছে একটু অসাবধানতাবশত যানবাহন চালনা করলেই ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
প্রকৌশলী বেলাল আহমেদ বলেন, ঘরটি ব্যক্তিমালিকানধীন হওয়ায় পৌরসভার পক্ষ থেকে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। ঘরের মালিক যদি নিজ উদ্যোগে ঘরটি সরান তাহলে দুর্ঘটনার কোন ভয় থাকবে না।
এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ জানান, ঘরের জায়গাটি নিয়ে কোর্টে মামলা চলায় আমরা কোন পদক্ষেপ গ্রহন করতে পারছিনা।