কমলগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্িরতমা বির্সজ্জনের মধ্য দিয়ে মঙ্গলবার মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলাম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বিজয়া দশমীতে মঙ্গলবার বিকাল থেকে উপজেলার ১৪২টি র্সাবজনীন পূজা ম-পের প্রতিমা ধলাই, লাঘাটা, ক্ষিরণীসহ বিভিন্ন জলাশয় ও পুকুরে বিসর্জন দেয়া হয়। সেখানে ধুপ-ধোঁয়ার আরতি, ঢাকের বাদ্য আর উল্লুধ্বনিতে ও জয়ধ্বনি উচ্চারিত হয়।
এদিকে কমলগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন পুজা মন্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ ধলাই নদীর ব্রীজ, লাঘাটা নদীসহ বিভিন্ন পুকুরে প্রতিমা বির্সজনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটে। ধলই নদীর ব্রীজে প্রতিমা বির্সজনের সময় পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।