কমলগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে নগর টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খানের ওপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোববার ১৪ (আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী চত্বরে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক কমলগঞ্জ কাগজ পত্রিকার সম্পাদক জুয়েল আহমদের সভাপতিত্বে ও দৈনিক মানবজমিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনিত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক শাহিন আহমেদ, সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ। এসময় বক্তারা প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দ্রæত আসামিদেরকে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, শনিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান দূর্বৃত্তদের হামলায় গুরু আহত হন। দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।