
স্টাফ রিপোর্টার: শনিবার দুপুর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪টি মামলা হয়েছে। মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিনা কারণে বাজারে ঘোরায় ৫জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাধবপুর, আদমপুর, আলীনগর ও শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বায়েজীদ ও পরিদর্শক (তদন্ত) অরুপ কমুার চৌধুরীর নেতৃত্বে পুলিশি ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এ অভিযান চলে। শনিবার তৃতীয় দিনের পর্যবেক্ষণকালে মাধবপুর, আদমপুর ও আলীনগরের হালিমা বাজার ও শমশেরনগর বাজার এলাকায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনায়, বিনা কারণে ঘুরে বেড়ানোসহ নানা অপরাধে ১৪টি মামলায় ২৬ হাজার ৮শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এসময় বিনা প্রয়োজনে বাজারে ঘোরায় শমশেরনগর থেকে ৫জন আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।